পূর্নিমা চাঁদ
(আল হাসান)
আজ পূর্ণিমাতে চাদ উঠেছে ওই
মোর ঘুম টুটেছে নিদ লুটেছে সই
চাদ কি বোঝে রাতের আকুতি
ধরতে বুকে হয় কি চ্যুতি
জড়ায়ে ধরে চাঁদের দ্যুতি আমি উতলা হই
নিশার মতো আমার দিশা টুটলো বুঝি ওই।
এমন মধুর রাত
যেন হয়না গো আর প্রাত,
দীপ্ত প্রভায় চাঁদের সভায়
হাসনা হেনার গন্ধ গো বায়
কচুরিপানার ডোবায় ডোবায়
আমি জোনাক হয়ে রই
জড়ায়ে ধরে চাঁদের দ্যুতি উতলা হয়ে রই।
প্রিয় হারা মোর প্রিয়াঙ্গনে আজ খরা
ফাগুন ডালে আগুন হালে ফুল ভরা,
আমি রাতের পাখি চাদের তরে
চাঁদনী ছোয়ায় যাই যে মরে
এ মরা-ই যে বাঁচা ওরে
কেউ জানেনা সই
নিশার মতো আমার দিশা টুটলো বুঝি ওই।